

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত আবাসিক অনুমতি পাওয়ার সুযোগ দিতে নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচি চালু করেছেন—তবে এর মূল্য বেশ চড়া। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।’
ট্রাম্পকার্ড ডটগভ নামের নতুন পোর্টালে আবেদনকারীদের প্রথমে পনের হাজার ডলারের প্রসেসিং ফি দিতে হবে। নিরাপত্তা যাচাই শেষে এক মিলিয়ন ডলারের অনুদান দিলেই মিলবে গোল্ড কার্ড, যেটিকে হোয়াইট হাউস গ্রিন কার্ডের মতো, তবে আরও শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে।
আইনসম্মত ও অবৈধ উভয় ধরনের অভিবাসনে কঠোর অবস্থানের মধ্যেও প্রশাসন রাজস্ব আদায়ের উপায় হিসেবে গোল্ড কার্ডকে সামনে আনছে। পাশাপাশি করপোরেট সংস্করণও রয়েছে, যেখানে কোনো প্রতিষ্ঠান চাইলে প্রতিটি কর্মীর জন্য দুই মিলিয়ন ডলার অনুদান দিয়ে দ্রুত ভিসা পেতে পারে।