বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মার্কিন নাগরিকত্বের পথে দ্রুত অগ্রগতি দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত আবাসিক অনুমতি পাওয়ার সুযোগ দিতে নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচি চালু করেছেন—তবে এর মূল্য বেশ চড়া। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।’

ট্রাম্পকার্ড ডটগভ নামের নতুন পোর্টালে আবেদনকারীদের প্রথমে পনের হাজার ডলারের প্রসেসিং ফি দিতে হবে। নিরাপত্তা যাচাই শেষে এক মিলিয়ন ডলারের অনুদান দিলেই মিলবে গোল্ড কার্ড, যেটিকে হোয়াইট হাউস গ্রিন কার্ডের মতো, তবে আরও শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের জন্য আরও শক্তিশালী পথ তৈরি করবে এবং যোগ্য মানুষ আকর্ষণ করাই এর লক্ষ্য।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, আগাম নিবন্ধন পর্যায়ে প্রায় দশ হাজার মানুষ ইতিমধ্যে সাইন আপ করেছেন। তার প্রত্যাশা, এই কর্মসূচি থেকে সময়ের সঙ্গে বিলিয়ন ডলার আয় হবে। তিনি দাবি করেন, গোল্ড কার্ড যুক্তরাষ্ট্রে উচ্চ উপার্জনকারী লোকজন নিয়ে আসবে—যদিও গ্রিন কার্ডধারীদের আয়-সম্পর্কিত তার মন্তব্যের পক্ষে কোনো তথ্য তিনি দেননি।

আইনসম্মত ও অবৈধ উভয় ধরনের অভিবাসনে কঠোর অবস্থানের মধ্যেও প্রশাসন রাজস্ব আদায়ের উপায় হিসেবে গোল্ড কার্ডকে সামনে আনছে। পাশাপাশি করপোরেট সংস্করণও রয়েছে, যেখানে কোনো প্রতিষ্ঠান চাইলে প্রতিটি কর্মীর জন্য দুই মিলিয়ন ডলার অনুদান দিয়ে দ্রুত ভিসা পেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com