

যুক্তরাষ্ট্রে তীব্র শীতের প্রবাহ ও তুষারঝড়ের কবলে তিনটি রাজ্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত চলবে। ফলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তিনটি অঙ্গরাজ্যেই ‘উইন্টার স্টর্ম ওয়ার্নিং’ জারি করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে তুষারপাতের আশঙ্কা বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল শুক্রবার অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় জরুরি অবস্থা জারি করেন। এই ঘোষণা মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর থাকবে, যার মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোও রয়েছে।