

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা, রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, ডনসহ বহু গণমাধ্যম তাদের প্রধান শিরোনামে এ খবর প্রকাশ করেছে।
বিবিসি জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বিএনপি ফেসবুকে ঘোষণা করেছে, ‘আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।’ সংবাদমাধ্যমটি আরও লিখেছে, সোমবার রাতে চিকিৎসকরা বলেছিলেন যে, জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তার বয়স এবং সামগ্রিকভাবে খারাপ স্বাস্থ্যের কারণে একই সময়ে একাধিক চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল না। বিবিসি উল্লেখ করেছে, ২০ বছরের মধ্যে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার পর ১৯৯১ সালে বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। তারা আরও জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখকে প্রভাবিত করে এমন দীর্ঘস্থায়ী সমস্যাসহ একাধিক স্বাস্থ্য জটিলতার সাথে লড়াই করছিলেন। বাংলাদেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা তার চিকিৎসা তত্ত্বাবধান করছিলেন।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি গুরুত্ব পেয়েছে। ডন জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। তারা লিখেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলকে তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। এছাড়া জিও নিউজ, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও অন্যান্য গণমাধ্যমেও বেগম জিয়ার মৃত্যুর খবর জানানো হয়।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।