বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার

আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি প্রচার কার্যক্রম খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সর্বত্র গণভোট প্রচার স্থগিত থাকবে।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জানজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সমস্তরকম প্রচার বন্ধ থাকবে।’

এর মধ্যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সারাদেশে সরকারি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এই প্রচার কার্যক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয় অংশ নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com