

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।
গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খান মালিকানাধীন কেকেআর। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগন থেকে সরকারের দায়িত্বশীল মহল পর্যন্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই জরুরি সভায় বসে বিসিবি।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারির ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রসঙ্গত, রাজনৈতিক কারণে সমঝোতার ভিত্তিতে পাকিস্তান তাদের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে।