কিছুদিন আগেই ভক্তদের ‘জিরো ফিগার’ তত্ত্ব বাতলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ফিটনেস নিয়ে ভীষণ সচেতন এ তারকার কাছে মেদ যেন দুচোখের বিষ। তাই এবার তিনি শুরু করেছেন ঠোঁটের ব্যায়াম! নিয়ম করে ঠোঁট বাঁকিয়ে প্রতিদিন করছেন ১০০টি পাউট। জিম সেশনের মাঝেই ছোট্ট একটা ব্রেক নিয়ে আয়নার সামনে গিয়ে পাউট করছেন। তুলে রাখছেন সেলফিও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করে এমন দাবিই করেছেন সাইফপত্নী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হয়, ঠোঁটের ব্যায়ামই এখন বেশি করছি। প্রতিদিন ১০০টা পাউট করিই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার যে কোনো ভিডিও কিংবা ছবিই যেন বাড়তি কিছু। দেদার তিনি এটি পোস্ট করে অভ্যস্ত। হোক সেটা জিমে গিয়ে ঘাম ঝরানো কিংবা স্বামী-সন্তানের সঙ্গে ছুটি কাটানো। তাই কারিনার নতুন এই ব্যায়াম ভক্তদের জন্য বিশেষ কিছুই। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে যোগব্যায়াম দেখিয়েছেন।
কিছুদিন আগে কারিনার ট্রেনার রুপাল সিধ এটি ধারণ করেছিলেন। ‘সূর্য নমস্কার’ নামের এ ভিডিও প্রশংসাও পাচ্ছে বেশ। সবমিলিয়ে এই লকডাউনে কারিনা শরীর নিয়েই আছেন। ঘাম ঝরিয়ে যাচ্ছেন নিয়মিত।