নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। বিভিন্ন দেশে অনুশীলন শুরু করলেও সেই পথে এখনো হাঁটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই শ্রীলঙ্কা সফর নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে স্বাস্থ্যবিধি, সার্বিক নিরাপত্তা ও সরকারের অনুমতি সাপেক্ষে ক্রিকেটাররা সফরে যেতে রাজি আছেন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে এক আলোচনা সভায় উপস্থিত ক্রিকেটাররা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলে শ্রীলঙ্কা সফরে যাবেন তারা।
আজ সোমবার দুপুরে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মুঠোফোনে বলেন, ক্রিকেটাররা সফর নিয়ে উদ্বিগ্ন। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলে তারা সফর করবেন।
এ ছাড়া এক বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সভায় আলোচনা হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়েও। ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।