ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের ৪০ জনকে মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকির ঘটনায় আজ বুধবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর৷
জিডিতে নুর উল্লেখ করেন, ‘একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সোমবার (১৫ জুন) মধ্যরাতে তিনটি ম্যাসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। একই মোবাইল নম্বর থেকে ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও ৪০ জন নেতার মোবাইলে একই ম্যাসেজ এসেছে।’
জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও ১১ বার নুর বিভিন্ন হামলার শিকার হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে নুরের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে নুর এই ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন।
নুরের দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রচই হোসেন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই বলেন, ‘ভিপি নুরসহ ৪০ জনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে একটি জিডি দায়ের করেছেন নুর। জিডির তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’