মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে ১৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন তার মা-বাবা। আর এ অভিযোগে ওই মা-বাবা ও কিশোরীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পুলিশ বলছে, ওই কিশোরীর সঙ্গে বিকাশ ভাসাবা নামের এক ব্যক্তির লিভইনের সম্পর্ক ছিল। মেয়েটির মা-বাবা যখন জানতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তখন তারা মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বিকাশের কাছে ৫০ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করে দেন তারা।
ওই কিশোরীর বাবা যখন বিকাশকে অতিরিক্ত অর্থ আদায় করতে চাপ দেন, তখন বিরক্ত হয়ে বিকাশ ওই কিশোরীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ ওই কিশোরীর মা-বাবা ও তার প্রেমিক বিকাশকে আটক করে।