সেল্তা ভিগোর মাঠে ফের হোঁচট খেলো বার্সেলোনা। মূল্যবান দুটি পয়েন্ট হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার দৌঁড়ে কাতালান ক্লাবটি পিছিয়ে পড়ল বেশ খানিকটা।
গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলের ম্যাচে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা। ফিরেছে ২-২ ড্র করে। সফরকারীদের গোল দুটি করেন লুইস সুয়ারেস। সেল্তা দুই গোলদাতা ফিওদোর স্মোলোভ ও ইয়াগো আসপাস। এক পয়েন্ট করে পেয়েছে দুদল।
শেষ মুহূর্তে হারতে বসেছিল বার্সা। কোনোমতে গোল ঠেকিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফেরে কিকে সেতিয়েনের দল।
এই ড্রয়ে অবশ্য পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠেছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে তাদের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। আজ রোববার লিগ টেবিলের তলানির দল এস্পানিওলকে হারালেই ফের শীর্ষে ফিরবে জিনেদিন জিদানের দল।
নভেম্বরে লিগে প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে দলটিকে ৪-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। তবে সেল্তার মাঠে মেসিদের গত কয়েক মৌসুমের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। লিগে এখানে গত চার সফরে তিনটিতেই হেরেছিল কাতালান ক্লাবটি, অন্যটি ড্র। সবশেষ এখানে জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে।