২৩ জুন নিউইয়র্কে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ২৪ থেকে জুডিশিয়াল ডেলিগেট পদে জয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভ’ত মাহফুজুল রহমান ইমরান। ডাকযোগে পাঠানো ভোট গণনার আগেই কেন্দ্রে এসে প্রদানকারীদের ২৬৮২ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জ্যামাইকার বাসিন্দা ইমরানের জন্ম ১৯৯১ সালে এবং তার বাবা কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়েবুর রহমান হারুন এর আগের নির্বাচনে সিটি কাউন্সিলে ডেমক্র্যাটিক পার্টি থেকে লড়েছেন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ২৩ জুনে দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে কংগ্রেস, স্টেট এ্যাসেম্বলী এবং স্টেট সিনেটে বেশ ক’জন বাংলাদেশী লড়েছেন। কেউই তেমন ভোট লাভে সক্ষম হননি। নির্বাচন-পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন যে, বহুজাতিক এই সমাজে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের আস্থা অর্জন ব্যতিরেকে কোন নির্বাচনেই জয়ী হওয়া সম্ভব নয়। বাংলাদেশী-আমেরিকানরা ভোটার হিসেবে কোন কোন এলাকায় বড় ধরনের ফেক্টর বলে মনে হলেও তারা ঐক্যবদ্ধ হতে পারেন না আঞ্চলিক এবং অন্যান্য কারণে। এজন্যে নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা থেকে এখন পর্যন্ত কেউ সিটি কাউন্সিলের মেম্বারও হতে পারেননি।