মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

যেভাবে ৭০০ গোলের মাইলফলকে মেসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২১৯ বার

ক্যারিয়ারের দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। ৭০০তম গোলের দেখা পেয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। গতকাল মঙ্গলবার রাতে ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল পান মেসি। এই গোল দিয়েই তিনি রোনালদোর পরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক অর্জ করেন।

এক নজরে মেসির ক্লাব ও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ৭০০ গোল

পুরো ক্যারিয়ার

ম্যাচ : ৮৬২

গোল : ৭০০

ক্যারিয়ার হ্যাটট্রিক : ৫৪

বাঁ-পায়ে গোল : ৫৮২

ডান পায়ে গোল : ৯২

হেড : ২৪

অন্যান্য : ২

ফ্রি-কিক গোল : ৫২

পেনাল্টি গোল : ৯০

বক্সের ভেতর থেকে গোল : ৫৮০

বক্সের বাহির থেকে গোল : ১২০

লা লিগা গোল : ৪৪১

লা লিগা হ্যাটট্রিক : ৩৬

চলতি মৌসুমে মেসির লা লিগা গোল : ২২

এক বর্ষ পঞ্জিকায় মেসির গোল

২০০৫ : ৩

২০০৬ : ১২

২০০৭ : ৩১

২০০৮ : ২২

২০০৯ : ৪১

২০১০ : ৬০

২০১১ : ৫৯

২০১২ : ৯১

২০১৩ : ৪৫

২০১৪ : ৫৮

২০১৫ : ৫২

২০১৬ : ৫৯

২০১৭ : ৫৪

২০১৮ : ৫১

২০১৯ : ৫০

২০২০ : ১১

প্রিয় ১১ প্রতিপক্ষ (লা লিগা)

সেভিয়া : ৩৭

অ্যাটলেটিকো মাদ্রিদ : ৩২

ভ্যালেন্সিয়া : ২৮

রিয়াল মাদ্রিদ : ২৬

এস্পানিয়ল : ২৫

অ্যাথলেটিক বিলবাও : ২৪

ওসাসুনা : ২৩

রিয়াল বেটিস : ২৩

লেভান্তে : ২২

এইবার : ২০

দিপোর্টিভো : ২০

প্রতিযোগিতামূলক ফুটবলে দেশ ও ক্লাবের হয়ে গোল

১. জোসেফ বিকন : ৮০৫

২. রোমারিও : ৭৭২

৩. পেলে : ৭৬৭

৪. ফেরেঙ্ক পুসকাস : ৭৪৬

৫. জার্ড মুলার : ৭৩৫

৬. ক্রিশ্চিয়ানো রোনালদো : ৭২৮

৭. লিওনেল মেসি : ৭০০।

* আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি: ৭০ গোল , ম্যাচ- ১৩৮।

* বার্সেলোনার হয়ে লিওনেল মেসি: ৬৩০ গোল, ম্যাচ- ৭২৪।

মৌসুমে যেভাবে মেসির গোল বেড়েছে

২০০৪-২০০৫ : ১ (প্রথম)

২০০৫-২০০৬ : ১১

২০০৬-২০০৭ : ৩০

২০০৭-২০০৮ : ৫১

২০০৮-২০০৯ : ৯২

২০০৯-২০১০ : ১৪০

২০১০-২০১১ :১৯৭

২০১১-২০১২ : ২৭৯

২০১২-২০১৩ : ৩৪৮

২০১৩-২০১৪ : ৩৯৬

২০১৪-২০১৫ : ৪৫৮

২০১৫-২০১৬ : ৫০৮

২০১৬-২০১৭ : ৫৬৫

২০১৮-২০১৯ : ৬৭১

২০১৯-২০২০ :  ৭০০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com