বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় নতুন তথ্য মুম্বাই পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে। সুশান্তের মোবাইলের প্রাথমিক ফরেনসিক রিপোর্ট এরই মধ্যে হাতে পেয়েছে পুলিশ। সেই তথ্য অনুসারে, মৃত্যুর আগে গুগলে নিজেকেই সার্চ করছিলেন সুশান্ত!
গত ১৪ জুন নিজের বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় অভিনেতার ঝুলন্ত মরদেহ। পুলিশ নিশ্চিত করেছে, ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। জানা গেছে, মৃত্যুর আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সুশান্ত গুগলে নিজের নাম সার্চ করেন। ফোনের সার্চ হিস্ট্রি বলছে, তিনি গুগলে ‘সুশান্ত সিং রাজপুত’ টাইপ করেন এবং ফোনে নিজের সম্পর্কে বেশ কিছু খবর পড়েন।