যুক্তরাষ্ট্রে অনলাইনে ক্লাস করা বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরে এলো মার্কিন সরকার।
ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেবে তাদের শিক্ষার্থীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে স্টুডেন্ট ভিসা বাতিল করে।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের ও সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও করার পর এবার সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমেরিকার সরকার।
প্রতি বছর একটা বড় সংখ্যায় শিক্ষার্থী বিশ্বের নানা দেশ থেকে আমেরিকা যায়। এটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস।
সূত্র : বিবিসি