যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র জানাজা আজ রোববার অনুষ্ঠিত হবে। আজ রোববার নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ১২টায় এ জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত ফাহিম সালেহ’র পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। এরইমধ্যে ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কে পৌঁছেছেন।
এদিকে, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার উপদেশ দেওয়া হয়েছে।
গত সোমবার নিজ ফ্ল্যাটে খুন হন ফাহিম সালেহ। গত শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন ফাহিমের সাবেক সহকারী টাইরেস ডেভন হাসপিল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল শনিবার অভিযুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। তিনি জামিন চাইলে তা বাতিল করা হয়।