মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান সংক্রান্ত শীর্ষ আলোচক জালমে খলিলজাদের গতকাল রোববার কাবুল সফর করেছেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসানের লক্ষ্যে তালেবানের সাথে চলা শান্তি আলোচনা ট্রাম্প বাতিল করার পর প্রথম সফরে আফগান প্রেসিডেন্টকে শান্তি প্রচেষ্টা সম্পর্কে অবহিত করবেন তিনি।
জালমে খলিলজাদের এই সফরটি আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানে চলতি মাসে তালেবানের সাথে স্বল্প-সময়ের বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে সংগঠিত হচ্ছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তার সফরের উদ্দেশ্য কিছু দেশে তার সাম্প্রতিক সফর এবং আফগান শান্তি প্রক্রিয়া সম্পর্কিত বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট গনিকে রিপোর্ট করা।’
মার্কিন-তালেবান আলোচনা বন্ধ হওয়ার আগে উভয়পক্ষই বলেছিল যে তারা একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার আরো সংঘাত ও উগ্রপন্থী দলগুলোর পুনরুত্থান বাড়াতে পারে বলে কিছু মার্কিন নিরাপত্তা কর্মকর্তা এবং আফগান সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। সূত্র : রয়টার্স।