চীন-আমেরিকার মধ্যে চলা বাণিজ্যেযুদ্ধে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য চীনা ও মার্কিন সংস্থা । এবার সেই তালিকায় নাম যোগ হতে পারে অ্যাপলের। আসলে ইউচ্যাটের সঙ্গে আমেরিকান কোম্পানিগুলোর ব্যবসা-বাণিজ্যে রাশ টানার উদ্দেশ্যে গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন।
কিন্তু ট্রাম্প প্রশাসনের এই নির্দেশ মেনে মার্কিন বহুজাগতিক সংস্থা, অ্যাপল যদি তাদের অ্যাপ স্টোর থেকে উইচ্যাটকে ব্যান করতে বাধ্য হয়, তা হলে চীন-আমেরিকার মধ্যে চলা বাণিজ্যেযুদ্ধে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে নবতম সংযোজন হতে পারে অ্যাপল নিজেই। রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের এই পদক্ষেপের ফলে আইফোনের বিক্রি ২০-৩০ শতাংশ এবং অ্যাপলের অন্যান্য প্রডাক্ট যেমন- আইপ্যাড, ম্যাক, অ্যাপেল ওয়াচের বিক্রি ১৫-২৫ শতাংশ কমে যেতে পারে।
অ্যানালিসিস্ট মিং-চু-কুয়োর মতে, অ্যাপলের প্ল্যাটফর্ম থেকে ইউচ্যাট ব্যানের পরিণাম হতে পারে ভয়ঙ্কর। কারণ আইফোনের একটি গুরুত্বপূর্ণ বাজার হলো চীন। এমনকি চীনে অ্যাপলের বহু হার্ডওয়্যার ও তাদের প্রডাক্ট অ্যাসেম্বলিংয়ের প্লান্টও বর্তমান। এ ছাড়া চীনে উইচ্যাটের মাধ্যমেই ব্যবহারকারীরা একটি প্ল্যাটফর্মে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে আরম্ভ করে ই-কমার্স, অনলাইন পেমেন্ট, খবরের কাগজ পড়া, ইনস্টান্ট মেসেজিংসহ নানা প্রডাক্টিভ কাজ করার সুবিধা ভোগ করে। স্বাভাবিকভাবেই চীনে উইচ্যাটের জনপ্রিয়তা তুঙ্গে। তাই মার্কিন প্রশাসনের নির্দেশ মেনে যদি উইচ্যাটকেই অ্যাপল তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করে দেয়, তা হলে চীনে চরম ক্ষতির সম্মুখীন হবে মার্কিন সংস্থাটি।
তবে কুয়ো এটাও জানিয়েছেন, ক্ষতির পরিমাণটা একান্তই নির্ভর করছে অ্যাপলের ওপর। এখন এটাই দেখার, এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী ৪৫ দিনের মধ্যে ইউচ্যাট ব্যান করে অ্যাপল কি সেই নীতি শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ রাখবে, নাকি বিশ্বজুড়ে একই পন্থা গ্রহণ করবে। গত সপ্তাহে ইউএস সেক্রেটারি অব স্টেটস মাইক পম্পেও উইচ্যাট ও টিকটকের উদ্দেশে তোপ দেগে বলেছিলেন, ‘সেগুলো আমেরিকানদের গোপন তথ্য চীনে পাচার করছে।’ একই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভারতেও নিষিদ্ধ করা হয়েছে টিকটকসহ একাধিক চাইনিজ অ্যাপ।