সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

মনোনয়ন নিয়েই ট্রাম্প-বিরোধিতায় সরব ইতিহাস গড়া কমলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৬২ বার

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। আর এর মাধ্যমে তিনি গড়লেন ইতিহাস। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য এই প্রথম কোনো অ-শ্বেতাঙ্গ নারীকে ভোটে লড়ার টিকিট দেয়া হলো দেশটিতে।

বুধবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির অনলাইন জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য দলের মনোনয়নপত্র গ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তার পরেই ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা সাদা-কালো বাছবিচার না করে প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে সমর্থনের আহ্বান জানান তার ভাষণে।

বৃহস্পতিবার দলের জাতীয় সম্মেলনের শেষ দিনে প্রেসিডেন্ট পদে তার মনোনয়ন গ্রহণ করবেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

জ্যামাইকা ও ভারতীয় অভিবাসীর কন্যা কমলা বুধবার ডেমোক্র্যাটদের অনলাইন জাতীয় সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকানদের দ্বিতীয় বারের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কমলা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই দেশের মানুষের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। আমরা একেবারেই ঝুঁকে পড়েছি। তাই সাদা-কালো রং বিচার না করে দেশের আপামর মানুষ এবার শামিল হোন প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে জয়ী করতে। সেখানে যেন আমরা কে কেমন দেখতে, কে কোথা থেকে আসছি, সেটা বিচার্য না হয়।’

কমলার ভাষণের আগে ফিলাডেলফিয়ায় মিউজিয়াম অব দ্য আমেরিকান রিভোলিউশন থেকে দেয়া তার ভাষণে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে আমেরিকা একের পর এক ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছে। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর ট্রাম্প ভেবেছিলেন রিপাবলিকানদের সবাই তাকে সমর্থন করবেন। আর আমরা ভেবেছিলাম, তিনি হোয়াইট হাউসের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলবেন। কোনোটাই হয়নি। ট্রাম্পের শাসনামলে গোটা বিশ্বে আমেরিকার সম্মানহানি ঘটেছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে গেছে।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্পকে এক ‘ভয়ঙ্কর প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেন ওবামা।

আরেক ডেমোক্র্যাট নেত্রী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারিও বলেন, ‘এই নির্বাচন যেন হয় সদর্থক। যাতে ভোটাররা স্পষ্ট করেই বুঝিয়ে দিতে পারেন তারা কী চাইছেন। এর মধ্যে যেন কোনো দ্বিধা বা সংশয় না থাকে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com