তিন মাসের মাধ্যে ব্রিটেনে কোভিড-১৯ প্রতিরোধে সক্ষম টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা টিকা গবেষণা কাজের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, ২০২১ সালের আগেই কর্তৃপক্ষের কাছে তাদের তৈরি টিকার অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে দ্রুততম সময়ে টিকা সরবরাহ শুরু হবে। তবে আপাতত বাদ পড়বে শিশুরা। স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ছয় মাসের মধ্যে প্রত্যেক ব্রিটিশ নাগরিক টিকার একটি করে ডোজ পাবেন।
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বৃহস্পতিবার জানিয়েছে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি সম্ভাব্য টিকার মূল্যায়ন শুরু করেছে তারা। এর মাধ্যমে টিকা অনুমোদনের কাজটি ত্বরান্বিত হবে। সংস্থাটির এমন ঘোষণার পর একটি ব্রিটিশ টিকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য কোভিড-১৯ টিকা তৈরির প্রতিযোগিতায় এ টিকাটি ইতোমধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, যদি এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তা হলে ইউরোপে এটিই হবে মহামারী কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোনো টিকা। বিশ্বে দুশর বেশি গবেষক দল করোনার টিকা তৈরির চেষ্টা করছেন। ১১ আগস্ট রাশিয়া এবং পৃথকভাবে চীন নিজেদের করোনা টিকার প্রথম অনুমোদন দেয়। তবে সাধারণের জন্য ব্যবহার উপযোগী কোনো টিকার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।