অভিনয়ের সুবাদে দেশ-বিদেশের নানা স্থানে ঘুরে বেড়িয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কখনো বা ঘুরতে বেরিয়েছেন অবসর কাটানোর জন্য। সব ভ্রমণই কিন্তু মনে আঁচ কাটতে পারেনি তার। তবে কিছু ঘুরতে যাওয়ার স্মৃতি আজও মনে দাগ কেটে রয়েছে। তেমনই একটি স্মৃতি ২০১৪ সালের এপ্রিলে।
মাহির ভাষ্য, ‘পরিবারে সবাইকে নিয়ে ২০১৪ সালে সিলেট ঘুরতে গিয়েছিলাম। আমার এক বন্ধুর বাংলোতে। সেখানেই প্রথম পরিচয় হয় অপুর (স্বামী পারভেজ মাহমুদ অপু) সঙ্গে। সেই ভ্রমনটা আজও মনে পড়ে। ওই এক ভ্রমণই জীবনটা বদলে দিয়েছে। ওর সঙ্গে দেখা না হলে, জীবনের অনেক কিছুই উপলব্ধি করতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘আমার এক বন্ধুর খুব কাছের বন্ধু অপু। ওই বন্ধুর মাধ্যমেই ওর সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমরা যে ক’দিন সেখানে ছিলাম, ও আমাদের নিয়ে সিলেটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। তখন নিজেদের মধ্যে সম্পর্কটা আরও ভালো হয়েছে। একটা পর্যায়ে পরিবারের সম্মতিতে আমরা এক হয়েছি। সেই দিনগুলো আজও আমার কাছে স্মরণীয় হয়ে আছে।’
এদিকে, আজ থেকে মাহি অংশ নিচ্ছেন ‘মরীচিকা’ ওয়েব সিরিজের শুটিংয়ে। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন সিয়াম আহমেদ, ফারজান রিক্তা, জোভানসহ অনেকে। এটি নির্মিত হচ্ছে দেশীয় নতুন ওটিটি প্ল্যাটফর্ম চড়কির জন্য। এরপর মাহি অংশ নেবেন অনন্য মামুনের ‘নবাব এলএলবি’র শুটিংয়ে।