মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ঊদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৯৬ বার

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত‍্যুদন্ডের দাবিতে আজ নিউইয়র্ক জ‍্যাকসান হাইটস্ ডাইভার সিটি প্লাজায় ধর্ষণ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের হেলাল মিয়া,ফাহিম আহমেদ,সাজ্জাদ রায়হান,মৃদুল করিম, নুর আবির,মাহমুদুল হাসান,মেজবা জাবেদ,ইরফান,রাশেদ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ‍্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইছ মিয়া,সাবেক সভাপতি জাহিদ হাসান,সাধারণ সম্পাদক আলামিন আকন,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু,মাহাফুজ হায়দার,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কবির আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,যুক্তরাষ্ট্র যুবলীগের গনেশ কির্তনীয়া, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া, বনি,মোহাম্মদ বাবলু সহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের হেলাল মিয়া তার বক্তব্যে ‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের সাথে জড়িত ধর্ষকের সহযোগী নুরুসহ বাংলাদেশে সকল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের জোর দাবি জানান।
ফাহিম আহমেদ তার বক্তব্যে বলেন
‘ বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’
অতিতের ন‍্যায় ছাত্রলীগ অসহায় এবং নিপিড়িত মানুষের পাশে ঢাল হয়ে থাকবে।’
সাজ্জাদ রায়হান তার বক্তব্যে বলেন ‘বাংলাদেশ ছাত্রলীগের যে কোন সিদ্ধান্তের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। ধর্ষকদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।’
মৃদুল করিম তার বক্তব্যে, ‘ শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।
বাংলাদেশে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের প্রতি তিব্র নিন্দা ও ক্ষোভ জানান।’
মাহামুদুল হাসান তার বক্তব্যে বলেন, ‘ধর্ষক কোন দলের নয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত‍্যুদন্ড চাই।’
প্রতিবাদ সভায় উপস্থিত সবাই বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত‍্যুদন্ড দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com