নেশন্স লিগের শিরোপা লড়াইয়ের রেস থেকে ছিটকে গেছে পর্তুগাল। কান্তের একমাত্র গোলে পর্তুগিজদের হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতবারের নেশন্স লিগের চ্যাম্পিয়ন পর্তুগাল এবার গ্রুপ পর্ব থেকেই বিদায়। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আসরের ফাইনালসে ফ্রান্স। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ১৩। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগাল।
লিসবনে দুই দলের লড়াই হয়েছে বেশ। আক্রমণের পর আক্রমণ চলেছে। তবে গোলের খেলা ফুটবলে গোলের দেখা কম মিলেছে। প্রথমার্ধ ছিল গোলশুন্য। একাধিক গোলের সুযোগ তৈরি করে হতাশ ছিল ফ্রান্স। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল পর্তুগালও। কিন্তু রোনালদোর লাফিয়ে নেওয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।
প্রথমার্ধে দারুণ নৈপুণ্যে জাল অক্ষত রাখা পাত্রিসিওর ভুলেই দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে পর্তুগাল। ৫৩ মিনিটে রাবিওর বাঁ দিক থেকে নেয়া শটে তেমন কোনো হুমকি ছিল না। কিন্তু বল ধরতে গিয়ে তালগোল পাকান উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের গোলরক্ষক, আলগা বল গোলমুখে পেয়ে টোকায় লক্ষ্যে পাঠান কান্তে। পাঁচ ম্যাচ পর গোল হজম করল ইউরো ও নেশন্স লিগের শিরোপাধারী পর্তুগাল। গোল হজমের পর তেতে ওঠে পর্তুগাল। কিন্তু দলটির ফরোয়ার্ডরা পরাস্ত করতে পারেনি ফরাসি গোলরক্ষক লরিসকে।
বল পজিশনে পর্তুগালই এগিয়ে ছিল, শতকরা ৫১ ভাগ। পোস্টে ১৮ শটের ৬টি ছিল লক্ষ্যে। সেখানে ফ্রান্সের ১৩ শটের সাতটি ছিল লক্ষ্যে। ফ্রান্স মাত্র চারটি কর্ণার আদায় করতে পারলেও স্বাগতিক পর্তুগাল কর্ণার পায় আটটি। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল। আর সুইডেনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইউরোর গতবারের রানার্সআপ ফ্রান্স।