কোভিড-১৯ পজিটিভ এক এমপির সংস্পর্শে আসায় স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধামন্ত্রী বরিস জনসন। তবে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলেনি। গতকাল রোববার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) তিনি করোনা পরীক্ষা করিয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যাশফিল্ড এমপি লি আন্ডারসনের সঙ্গে বরিস জনসন প্রায় ৩০ মিনিট সময় কাটান। পরবর্তীতে অ্যান্ডারসনের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।
এ ঘটনার পর এনএইচএস তাকে আইসোলেশনে থাকার কথা জানিয়েছে। গতকাল রোববার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, ‘ন্যাশনাল হেলথ সার্ভিস কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা করেছে। তারা আমাকে অবশ্যই আইসোলেশনে থাকতে বলেছে যেহেতু আমি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আইসোলেশনে থাকলেও আমার মধ্যে করোনার লক্ষণ নেই। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে থেকেই সকল দায়িত্ব পালন করবো।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ এবং তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।’