নিউইয়র্কের প্রথম ও একমাত্র আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড সরম্যান ডিনকিন্স মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে তিনি ম্যানহাটানাস্থ তার বাসায় পরলোকগমন করেছেন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি নিউইয়র্ক সিটির ১০৬তম মেয়র ছিলেন।
জানা গেছে, ১৯২৭ সালের ১০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের ট্রেনটন সিটিতে জন্মগ্রহণ করেন ডেভিড ডিসকিন্স। পরে হাওয়ার্ড ইউনিভার্সিটি ও ব্রুকলীন ল স্কুল থেকে লেখাপড়া শেষ করেন। তারপর ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিউইয়র্ক সিটিতে মেয়রের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে নিউইয়র্ক সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিলো। তিনি দক্ষতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেন এবং জয়ী হন। তাঁর সময়কালে নিউইয়র্ক সিটিতে মুসলমানদের দুই সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহার রাস্তায় পার্কিং সুবিধা শুরু হয় বলে জানা গেছে।
এছাড়া ডেভিড ডিনকিন্স তাঁর দীর্ঘ জীবনের বিভিন্ন সময়ে ম্যানহাটান বরোর ২৩তম প্রেসিডেন্ট, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৭৮ এর অ্যাসেম্বলীম্যান ছিলেন। তিনি ডেমোক্র্যাট দলীয় রাজনীতি করতেন।