জামালপুরে পাঁচ মাসের সন্তানকে আছাড় মেরে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার জামালপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান এ রায় দেন। তবে ঘাতক বাবা পলাতক বলে জানিয়েছেন জামালপুর জজ আদালতের পিপি নির্ম্মল কান্তি ভদ্র।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা মোঃ মোস্তফা (২৮) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মামলার বিবরণ থেকে আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের উজির আলীর মেয়ে রোজিনা বেগমের (২৪) সাথে মোস্তফার বিয়ে হয়। তখন তারা দু’জনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। রোজিনা অন্তঃসত্ত্বা হলে তারা দু’জন নতুন টুপকারচর গ্রামে চলে আসেন।
ওই গ্রামের সোহরাব মেম্বারের ছেলে গিয়াস উদ্দীনের রান্নাঘরে এ দম্পতি বসবাস শুরু করেন। দিনমজুরি করে সংসার চালাতেন মোস্তফা। এসময় তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়।
২০১১ সালের ২০ মে রোজিনার কাছে মোবাইল ফোন কেনার টাকা চান মোস্তফা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে পাঁচ মাসের ছেলে আশিককে দুই পা ধরে ঢেকির সাথে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই রোজিনা বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩০২ ধারায় মোস্তফাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন বলে জানান নির্ম্মল কান্তি ভদ্র।