চীনের মহাকাশযান চ্যাং’ই৫ চাঁদ থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে (জিএমপি সময় বুধবার ১৭:৩০) ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে যানটি।
চীন আগেই ঘোষণা করেছিল প্রায় দুই কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরে আসছে চীনের চন্দ্রযান ২ চ্যাং’ই৫।
চ্যাং’ই৫ ভরে নিয়ে রোববার পৃথিবীর পথে রওনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এরপর চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে ২২ মিনিটের মধ্যে চারটি ইঞ্জিন চালু করে যাত্রা শুরু করে।
পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র তিন দিন। আমেরিকা ও রাশিয়ার পর এবার চীনও শুরু করতে চলেছে চাঁদের মাটি নিয়ে গবেষণা। আমেরিকার অ্যাপোলো ও সোভিয়েত লুনা মিশনের পর চীন চাঁদ থেকে মাটি নিয়ে ফিরে এলো।
সূত্র : বিবিসি ও জি নিউজ