এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ নাও হতে পারে। নতুন বছরের (২০২১) জানুয়ারি মাসের শুরুর দিকে এই ফল প্রকাশিত হতে পারে।
পরীক্ষার গ্রেড মূল্যায়ন কমিটি-সূত্রে জানা যায়, ডিসেম্বরে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা কাজ করে যাচ্ছেন। তবে কোনো কিছুই এখনো চূড়ান্তভাবে অনুমোদন পায়নি। খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেলে ৩১শে ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব।
গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেওয়া হবে বলে জানিয়েছিলেন।