বছরের শুরুতে লাসভেগাসে কনজিউমার ইলেকট্রনিক শোয়ের (সিইএস) আয়োজন করে কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন। প্রতিবছর এ আয়োজনের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। মূলত এই আয়োজন থেকেই ধারণা পাওয়া যায় কোন দিকে যেতে পারে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবারের সিইএস ২০২১ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন- আজহারুল ইসলাম অভি
মহামারী উপযোগী গেজেট
স্মার্ট মাস্ক : করোনা পরিস্থিতিতে মানুষের অন্যতম নিত্যব্যবহার্য বস্তু হলো মাস্ক। কিন্তু মাস্ক পরে অনেকেরই কথা বলতে সমস্যা হয়। এ সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে এগিয়ে এসেছে গেমিং প্রতিষ্ঠান রেজর। বিশ্বের সবচেয়ে স্মার্ট ফেসমাস্ক বানানোর দাবি করেছে গেমিং প্রতিষ্ঠানটি। তাদের উদ্ভাবিত ফেস মাস্কটি সিইএস-২০২১ আসরে দেখিয়েছে। প্রকল্পটির নাম, প্রজেক্ট হেজল। রেজরের স্মার্ট মাস্কটি ব্যবহারকারীদের পরিষ্কারভাবে কথা বলতে দেবে, এজন্য এতে রয়েছে বিল্ট-ইন মাইক্রোফোন। রেজর বলছে, মাস্কটি ব্যবহারকারীদের আওয়াজ বাড়িয়ে দেবে, এতে করে মাস্ক পরা অবস্থায় থাকলেও কথা বুঝতে অসুবিধা হবে না কারও।
জীবাণুনাশক রোবট : করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ মহামারী বিশ্ববাসীর মধ্যে জীবাণুভীতি তৈরি করেছে। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউনে গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। বিশ্ববাসীকে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তথ্যপ্রযুক্তির পাশাপাশি রোবট প্রযুক্তি অগ্রণী ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে সিইএসে জীবাণুনাশক রোবট উন্মোচন করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এসব রোবট আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম।
বায়ো বাটন : করোনা ভাইরাসের লক্ষণ শনাক্তে সহায়তা করে এটি। বায়ো বাটন নামের এই ডিভাইসটি বুকের মধ্যে লাগালে এটি ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাসের হার, হৃৎস্পন্দনের হার, শারীরিক কার্যক্রমের স্তর এবং ঘুমের মানের মতো জরুরি বিষয়গুলো মনিটরিং করতে পারে। এসব মনিটরিংয়ের মাধ্যমে করোনা ভাইরাসের লক্ষণ শনাক্ত করে বায়ো বাটন। এমনকি করোনা আক্রান্ত কেউ অসুস্থবোধ না করলেও করোনার লক্ষণ ধরতে পারে ডিভাইসটি। সিইএস মেলায় নিজেদের অভিনব এই উদ্ভাবন প্রদর্শন করে বায়োইনটেলিসেন্স। এর জন্য ‘সেরা উদ্ভাবক সিইএস ২০২১’ অ্যাওয়ার্ড জিতেছে প্রতিষ্ঠানটি।
পেটিট কিউবো : বিড়াল আকৃতির এই গেজেটটি ঘরের ভেতর ব্যক্তিগত সহচর হিসেবে কাজ করে। করোনাকালে একাকিত্ব কিংবা মানসিক দুশ্চিন্তা কমাতেই এই রোবটিক বিড়াল উদ্ভাবন করা হয়েছে। আপনার কথার প্রতিক্রিয়ায় কিংবা কোলে নিলে এটি লেজ নাড়িয়ে ৮০টি ভিন্ন ধরনের রেসপন্স করতে পারে।
গ্রিনলাইট আলট্রাভায়োলেট লাইট : চলতি বছর সিইএসে করোনা ভাইরাস প্রতিরোধ প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জিএইচএসপি নামে একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘গ্রিনলাইট আলট্রাভায়োলেট লাইট’ উন্মোচন করেছে, যা গাড়ির মধ্যে করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে তাদের আলট্রাভায়োলেট লাইট করোনা ভাইরাস ধ্বংসে বাণিজ্যিক যানবাহনে ব্যবহার শুরু হয়েছে।
অন্যান্য প্রযুক্তিসমূহ
ক্যামেরা বহনকারী ছোট ড্রোন : আলফা ক্যামেরা বহনে সক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন দেখিয়েছে সনি। ২০২১ সালের বসন্তে পেশাদার ফটোগ্রাফি এবং ভিডিও প্রডাকশনের নতুন ব্যবসায়িক খাতকে লক্ষ্য করে এই ড্রোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সনির এআই রোবটিকসের অংশ এয়ারপিক ড্রোনটি আলফা ক্যামেরা বহনে সক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন।এক বিবৃতিতে সনি বলেছে, ভিডিও নির্মাতাদের সৃজনশীলতায় পরিপূর্ণ সমর্থন দিতে ড্রোনটি আলফা মিররলেস ক্যামেরা বহনে সক্ষম, যা উচ্চমানের, ফুল ফ্রেম এরিয়াল ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করতে পারবে।
রোলএবল স্মার্টফোন : বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত দুই বছর ফোল্ডেবল ফোন দারুণ আবেদন সৃষ্টি করেছে। তবে ডিভাইস নির্মাতারা গ্রাহক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফোল্ডেবল ফোনের আবেদন ছাপিয়ে এবার রোলেবল ফোনের চল শুরু হতে যাচ্ছে। সিইএস ২০২১-এর সংবাদ সম্মেলনে নতুন রোলএবল স্মার্টফোন দেখিয়েছে এলজি। এ বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। স্মার্টফোনটির নিচের অংশ পর্দাটিকে গুটিয়ে রাখে, আর ব্যবহারকারী চাইলে তা মেলে ধরে। এলজির পাশাপাশি টিসিএল ও সিইএসের চলতি আসরে নিজেদের একটি রোলেবল ফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছে।
গেমিং ল্যাপটপ : গেমিংয়ে গুরুত্ব দিয়ে ল্যাপটপ উন্মোচনে জোর দিয়েছে আসুস। এরই অংশ হিসেবে সিইএসে ‘আরওজি স্ট্রিক্স স্কার ১৭’ গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে বেশকিছু দ্রুতগতির ফিচার ও কনফিগারেশন আনা হয়েছে।
এআর চশমা : নতুন এআর চশমা উন্মোচন করেছে লেনোভো, যা ইউএসবি টাইপ-সি ক্যাবলের মাধ্যমে পার্সোনাল কম্পিউটার (পিসি) কিংবা মটোরোলা ফোনের সঙ্গে যুক্ত করার সুবিধা রয়েছে। প্রাথমিকভাবে শুধু এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন এআর চশমা উন্মোচন করেছে লেনোভো।