নাটোরের লালপুরে একসাথে দুই শিশুকে ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাখে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার ইয়াকুব আলী তার প্রতিবেশীর দুই শিশুকন্যাকে চকলেট দেয়ার কথা বলে স্থানীয় বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ ইয়াকুবকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিট দাখিলের পর প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।