শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

অর্থনীতি পুনরুদ্ধারে আশাবাদী ৭১ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৮ বার

করোনা ভাইরাসের থাবায় দেশের অর্থনীতি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পুনরুদ্ধারের মাধ্যমে ঘুরে দাঁড়াবে বলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আশাবাদের কথা উঠে এসেছে এক জরিপে। কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণে ব্যবসা প্রতিষ্ঠানের আত্মবিশ্বাস যাচাইয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)’ ওই জরিপটি পরিচালনা করে।

তৃতীয় পর্যায়ের এই জরিপের ফল গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সেমিনারে তুলে ধরা হয়। এতে বলা হয়েছে- জরিপের আওতায় থাকা ৭১ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান মনে করে- সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্ধেকের বেশি এ বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেছে।

জরিপের ফল তুলে ধরে সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, `আমরা দেখেছি জরিপে অংশ নেওয়া ৫০২টি উৎপাদন ও সেবা খাতের ব্যবসা প্রতিষ্ঠানের ৭১ শতাংশই বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী। ৭১ শতাংশের মধ্যে ৪০ শতাংশ মনে করছে, এই পুনরুদ্ধার হবে মধ্যম পর্যায়ের। ১৬ শতাংশ মনে করছে, অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধার হবে এবং বাকি ১৫ শতাংশ মনে করছে দুর্বল পুনরুদ্ধার হবে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের প্রণোদনা প্যাকেজ যারা পেয়েছেন, তারা ভালো অবস্থানে আছেন। যারা এই প্রণোদনা পাননি, তারা কিন্তু পিছিয়ে রয়েছেন।ক্ষুদ্রোদ্যোক্তারা মাঝারি ও বৃহৎপর্যায়ের উদ্যোক্তাদের তুলনায় বেশি পিছিয়ে আছেন।’

সরকার ১৯টি খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্তদের কাছে প্রণোদনা পৌঁছে দেওয়া ও প্যাকেজের সঠিক বাস্তবায়নকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন সেলিম রায়হান।

তিনি বলেন, সরকারের কিছু জটিল খাত রয়েছে যেমন ট্যাক্স, ট্রেড লজিস্টিক- এগুলোতে বাড়তি নজর দিতে হবে। বিভিন্ন পলিসি ইস্যু ও বিভিন্ন খাতের দুর্নীতি চিহ্নিত করতে হবে। তা হলে ব্যবসায়িক উন্নতি ও আত্মবিশ্বাস ফিরে আসবে এবং প্রতিষ্ঠানগুলো কোভিডের আগের অবস্থায় পৌঁছাতে পারবে।

বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো দেশের বর্তমান অবস্থা ও তাদের সেক্টর নিয়ে কী ভাবছে তা তুলে ধরতে সানেম ২০২০ সালের এপ্রিল থেকে তিন মাস পর পর ‘বিজনেস কনফিডেন্স সার্ভে’ পরিচালনা করেছে। প্রথম পর্বে ৩০০টি এবং দ্বিতীয় ও তৃতীয় পর্বে ৫০০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে জরিপ পরিচালনার কথা জানান সানেমের নির্বাহী পরিচালক। তিনি বলেন, অক্টোবর থেকে ডিসেম্বরের অবস্থা বোঝার জন্য আমরা এ বছরের জানুয়ারি মাসে জরিপ করেছি। তাতে দেখতে পেরেছি- ফার্মগুলো মনে করছে, তাদের বিজনেস স্ট্যাটাস কিছুটা হলেও উন্নতি হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বরে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক উন্নতি কিছুটা ধীরগতির ছিল বলে উল্লেখ করেন তিনি।

সেমিনারে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল দিপু বলেন, সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ পরিশোধের জন্য বাড়তি সময় আমরা চেয়েছিলাম, কিন্তু এখনো সেটি হয়নি। আমি মনে করি, এটি এখন সময়েরও দাবি। পোশাকশিল্পের বড় ও ছোট ফ্যাক্টরিগুলোর তুলনায় মাঝারি ফ্যাক্টরিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরশাদ জামাল দিপু আরও বলেন, পোশাক কারখানার ৫৯ শতাংশ প্রণোদনা প্যাকেজ পেয়েছে বলে সানেম বলেছে। কিন্তু আমরা এটি একটু বেশি পেয়েছি। ডেটাবেজ হালনাগাদ থাকার কারণে আমাদের ৬৫ শতাংশ তৈরি পোশাক কারখানা প্রণোদনা নিতে পেরেছে। তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের ৯৮ শতাংশই বাংলাদেশি হওয়ায় যে কোনো সংকটময় সময়ে এ খাত তা সহজে মোকাবিলা করতে পেরেছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) একটি গবেষণার বরাত দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আমি খুবই উদ্বিগ্ন যে এই মহামারীতে অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। ১৩ শতাংশ মানুষ চাকরিচ্যুত হয়েছেন এবং তাদের আয় কমে গেছে। সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে তৈরি পোশাকশিল্পে। লেদার, ফুটওয়্যার, আইসিটি খাতের উন্নতি খুবই ধীরগতির। এসব দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com