খুব শিগগিরই মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা নীতি মোহন। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপরই শুরু হয়েছে আলোচনার ঝড়।
এক ভিডিওতে জিম সেশনের মুহূর্ত শেয়ার করেছেন নীতি মোহন। সেখানে তিনি লিখেছেন, ‘হবু মা একেবারে ফুল ফর্মে (আমি বলছি একেবারে গোল)।’ নীতির বোন ও জনপ্রিয় নৃত্যশিল্পী শক্তি মোহন সেখানে লিখেছেন, ‘ফিট মম্মা’।
আরও কয়েকটি জিম সেশনের ভিডিও শেয়ার করেছেন নীতি। সেখানে দেখা যাচ্ছে, বেবি-বাম্প নিয়েই কোনো ছাড় দিচ্ছে না তিনি। নিজেকে ফিট রাখতে সব কিছুই করছেন। এর আগে নীতি মোহন ও নীহার পান্ডিয়া ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জুটি বাঁধেন। খুব শিগগিরই আসতে যাচ্ছে তাদের সন্তান।