হংকংয়ে রাজনৈতিক বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে বহু কাঙ্ক্ষিত স্থানীয় নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ঘটেছে। প্রায় ছয় মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আধা-স্বায়ত্তশাসিত চীনের এ অঞ্চলটিতে ভোটে অংশ নিয়েছেন লাখো ভোটার।
রোববার দিনব্যাপী নির্বাচনের বুথগুলোতে তরুণ থেকে বয়ষ্ক ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। গত জুনে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটিই প্রথম ভোট। খবর আলজাজিরার।
খবরে প্রকাশ, ভোট কেন্দ্রগুলো রাত সাড়ে ১০টায় বন্ধ করা হয়। আশা করা হচ্ছে সোমবার সকালে এ নির্বাচনের ফলাফল পাওয়া যাবে।
২০১৬ সালের আইন পরিষদ নির্বাচনের পর এ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতি ঘটলো। অংশ নিয়েছেন ২৯ লাখ ভোটার, যা মোট ভোটের ৬৯ শতাংশ।