মাস চারেক আগে সাভার থেকে শুরু হয় ‘মুখোশ’ ছবির শুটিং। মাঝে সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা, পদ্মার চরসহ অনেক স্থানেই ঘুরে ঘুরে শুটিং করেছেন এর নির্মাতা ইফতেখার শুভ ও তার ইউনিট। অবশেষে গতকাল সভারে দৃশ্যধারণে মধ্য দিয়ে শেষ হলো এর শুটিং।
ইফতেখার শুভ বলেন, ‘শেষ লটের শেষ দিনের শুটিং করলাম গতকাল। করোনাকালীন এ সময়ে কাজটি শেষ করা খুবই কঠিন ছিল। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিক সহোযোগিতার সুন্দরভাবেই ছবির কাজ শেষ করতে পেরেছি। মজার বিষয় হলো, আমাদের শুটিং শুরু হয়েছিল সাভার থেকে আর এর শেষ হয়েছে সেখানেই।’
তিনি আরও জানান, গত ২৪ মে থেকে সাভারে শেষ লটের শুটিং শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল, দুটি গানের দৃশ্য দেশ কিংবা বিদেশে করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সাভারেই গান দুটির দৃশ্যধারণ করা হয়।
‘মুখোশ’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পরীমনি। আরও আছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, অলংকার, ইলিনা শাম্মি, তারেক স্বপন প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।