কোনো ধরনের আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন হিরো আলম। বাংলা, হিন্দি, আরবি, চীনা, ইংরেজি ভাষার পর এবার গাইলেন ইন্দোনেশিয়ান ভাষায়। আজ শনিবার গানটি হিরো আলম প্রকাশ করেন তার ইউটিউব চ্যানেলে।
জানা গেছে, হিরো আলমের গাওয়া এই গানটি ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার। এর শিরোনাম ‘আকু মা অ্যাপা আতুহ’।
হিরো আলম জানান, তার গাওয়া ইন্দোনেশিয়ান ভাষায় এই গানটি এক প্রেমিক যুগলের বিরহের গান। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার সজল। সংগীত করেছেন রাব্বী খান। আর গানের ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম নিজেই।