আসছে ঈদুল আজহা। ঈদের উৎসব ঘিরে দুটি স্মার্টফোনে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো ওয়াই৫১ এবং ভিভো ভি২০এসই স্মার্টফোনে একত্রে ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই স্মার্টফোন দুটি এখন ২০০০ (দুই হাজার) টাকা কমমূল্যে পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিল ২১ হাজার ৯৯০ টাকা। ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২ হাজার ৯৯০ টাকায়। ছাড়ের আগে এর দাম ছিল ২৪ হাজার ৯৯০ টাকা।
স্মার্টফোন দুটিতেই ৮জিবি র্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুটি ফোনের রম’ই ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা, যার ফলে স্মার্টফোনটি এক ঘণ্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম, যা ব্যবহার করে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে, ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ, যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম ।
ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। আর ভি২০ এসই’র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির এবং ভি২০এসই -তে রয়েছে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।