মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শুধু স্টার্ট মেন্যুতেই ভিজ্যুয়াল পরিবর্তন এনে থামছে না মাইক্রোসফট। বিভিন্ন ত্রুটির কারণে কয়েক বছর ধরে যে ব্লু স্ক্রিন অব ডেথ দেখা যেত সেটিতেও পরিবর্তন আসছে। নতুন অপারেটিং সিস্টেমে ব্লু স্ক্রিনের পরিবর্তে ব্ল্যাক অর্থাৎ কালো রঙের স্ক্রিন দেখা যাবে। ২০১৬ সালে কিউআর কোড যুক্ত করার পর এবারই প্রথম উইন্ডোজ ইন্টারফেসের এই অংশে বড় ধরনের পরিবর্তন আনছে মাইক্রোসফট। এখনো নতুন ব্লু স্ক্রিন অন ডেথ (বিএসওডি) চালু করা হয়, তবে ব্যবহারকারী চাইলে অফিশিয়ালি চালুর আগেই উইন্ডোজ রেজিস্ট্রি থেকে নিজেই এ পরিবর্তন করে নিতে পারবেন। মাইক্রোসফট বিএসওডির রং কেন পরিবর্তন করছে সেটি এখনো পরিষ্কার নয়। তবে দ্য ভার্জ জানিয়েছে, অপারেটিং সিস্টেমটিকে আরও আধুনিক করতে উইন্ডোজ ইন্টারফেসের বিভিন্ন জায়গাতেই পরিবর্তন আনছে মাইক্রোসফট।