বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চায় খুলনা টাইগার্স। অপরদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়র দ্বারা অব্যাহত রাখতে মাঠে নামবে চট্টগ্রাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্য দলের চেয়ে হার্ড হিটারের মিলন মেলা চট্টগ্রামে। ব্যাটিং দানব ক্রিস গেইল, শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো, জিম্বাবুয়ের রায়ান বুর্ল, রায়াদ এমরিট ও ইমাদ ওয়াসিমদের নিয়ে গড়া দল। বোরিং আক্রমণে আছেন রুবেল হোসেন, মুক্তার আলি, কেসরিক উইলিয়ামসনরা। ব্যাটে-বলে এবং অলরাউন্ডারে গড়া ভারসামপূর্ণ একটি দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
অন্য দিকে রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির. মুশফিকুর রহিম ও নাজিবুল্লাহ জাদরানদের নিয়ে অনেক শক্তিশালী দলে গড়েছে খুলনা। হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এই ম্যাচে।
খুলনা টাইগার্স দল : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল : মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।