ভারতের মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে আগুন লেগেছে। এ সময় সাতজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সবাইকে নিকটবর্তী ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে ভাটিয়া হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকার বলেন, আবাসিক ভবনটির ছয়জন বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।