নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি-ব্যাডস্ বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিরব রেষ্টুরেন্টে গত ২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশকুরুল হকের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, সংগঠনের সহ-সভাপতি ও তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, ব্যাডস্ এর সহ-সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, আব্দুল আহাদ আলকাছ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আহমেদ প্রমুখ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও আব্দুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, পল্লব সরকার, মো. আলাউদ্দিন, জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। তাহলেই তারা বাংলাদেশকে জানবে, ভালবাসবে। সংগঠনের সভাপতি শামীম আহমেদ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।