জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তাওয়াফ করেন তিনি। এর আগে গত ৩০ ডিসেম্বর ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা।
ঢাকা ছাড়ার আগে পূর্ণিমা বলেছিলেন, ‘বহুদিন থেকে পবিত্র ওমরাহ পালনের ইচ্ছে। কিন্তু নানা কারণে সময় মেলাতে পারিনি। তবে এবার সব কিছু চূড়ান্ত। আজ বিকেলে ওমরাহ’র উদ্দেশে পবিত্র মক্কায় যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন সুন্দরভাবে ওমরাহ পালন করে ফিরে আসতে পারি।’
আগামী ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার। ওমরাহ থেকে ফিরে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা।