বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

সোলাইমানি হত্যা : কী করবে সৌদি আরব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৩৩২ বার

গত শুক্রবার বাগদাদের বিমান বন্দরের বাইরে ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রের উপর সম্ভাব্য হামলা ঠেকাতেই সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের৷

তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘ দিনের সহযোগী সৌদি আরবের সাথে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন দেশটির একজন কূটনীতিক৷

নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে এ কূটনীতিক জানান, ‘‘ড্রোন হামলার বিষয়ে সৌদি আরবের সাথে আলোচনা করা হয়নি৷”

এদিকে সোলেমানিকে হত্যার ভয়ংকর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান৷ আর তাই পাশের দেশ সৌদি আরব চলমান উত্তেজনায় ঝুঁকির মধ্যে রয়েছে, বলছেন বিশ্লেষকরা৷

তবে উত্তেজনা প্রশমনে আলোচনা চালিয়ে যাওয়া ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব৷ শনিবার সৌদি বাদশাহ সালমান ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন ও চলমান উত্তেজনা প্রশমনে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানকে চলমান বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন ও লন্ডনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com