কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বয়ান শুনছেন মুসল্লিরা। ইজতেমার আয়োজক সূত্র জানিয়েছে, ইজতেমায় শনিবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ঈসমাইল গোধরা। বাদ আসর ভারতের মাওলানা শায়খ জোহায়রুল হাসান ও বাদ মাগরিব বয়ান করবেন ইবরাহিম দেওলা।
এছাড়াও আলেম-ওলামাদের উদ্দেশে ভারতের মাওলানা ইবরাহিম দেওলা, আরবের শিক্ষার্থীদের উদ্দেশে ভারতের মাওলানা আকবর শরীফ এবং মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন।
আরো ৪ মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া আরো ৪ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৯ মুসল্লি মারা গেলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, গেল রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা গ্রামের আ. সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাহজাহান (৬০), বরিশাল জেলার গৌরনদী থানার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ইউসুফ মেম্বার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলার চারঘাট থানার বনকির গ্রামের রহিম উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এর আগে শুক্রবার সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) মার যান। এ নিয়ে এবারে ইজতেমায় আগত ৯ জন মুসল্লি মারা গেছেন।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে চারদিন পর আগামী ১৭ -১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয়পর্ব। এ পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।