দিনে-দুপুরে নারীকে গুলি করে হত্যার পর নিজের করা গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্ক সার্কাস এলাকার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী পুলিশ সদস্য বাংলাদেশ উপ-দূতাবাসের আউট পোস্টে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শুক্রবার ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ উপ-দূতাবাসের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এ সময় তিনি ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান। এরপর নিজের গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুলিশের ছোড়া গুলি এক বাইক চালকের পিঠে লাগে। বাইকের পেছনে থাকা এক নারীর শরীরেও গুলি লাগে। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহিত হন। ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলটিতে চড়েছিলেন।
শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের ডাকা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল। এর মধ্যে পুলিশ সদস্যের গুলির ঘটনা কলকাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।