ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ১দিন পেছানো হয়েছে। ৩০ জানুয়ারির পরিবের্ত দুই সিটিতে ভোট হবে ১ ফেব্রুয়ারি। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে জরুরী বৈঠক শেষে রাত সোয়া ৮টার দিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
নির্বাচনের পূর্ব নির্ধারিত ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজার দিন হওয়ায় টানা কয়েকদিন ধরে নির্বাচন পেছানোর দাবি করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে শনিবার বিকেলে জরুরী বৈঠকে বসে ছিলেন নির্বাচন কমিশনাররা। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।