সৌদি আরবে থাকাকালে রুমমেটের স্ত্রীর (২৪) সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন সবুজ পাঠান (২৯)। ওই সম্পর্কের জেরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারী সবুজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।
সবুজ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাসিন্দা। সৌদিতে থাকা সবুজ সম্প্রতি দেশে ফিরেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। একই সঙ্গে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।