সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মঘটের কথা নিশ্চিত করেন।
পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নত মানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। তাই পরিবহনের শ্রমিক মালিকরা কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরো ক্ষতির মুখে পড়েছেন। বিআরটিসি বাস সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচল করলে শ্রমিক ও মালিকরা আরো বেশি ক্ষতির মুখে পড়বেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, এ রুটে বেসরকারী মালিকানাধীন বাস চালিয়ে কোনোমতে টিকে আছেন। বিআরটিসি বাস চলাচল করলে জেলার পরিবহন শ্রমিক, মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিক মালিকদের দাবির প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।