সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

আতিকুলের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ব্যবস্থার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ২৬১ বার

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ নির্দেশ দেন ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। আতিকুল ইসলামের বিরুদ্ধে দু’টি অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

২৬ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি মুর্শিদকে এই নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রোববার উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন তিনি।

আবুল কাসেমের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে ইসির নির্দেশ পেয়েছি। সারাদিন ব্যস্ত ছিলাম। তাই এখন সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

এই সিটির বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি।

ব্যবস্থা গ্রহণের নির্দেশে বলা হয়েছে, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিল করা আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এদিকে, সোমবার তাবিথ আউয়াল আবারো অভিযোগ দেন। তাতে তিনি বলেন, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ২৫ বিধি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়কালে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তফসিলভুক্ত কোনো প্রকল্প বা কাজের ঘোষণা দেয়া যায় না। অথচ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রাক্কালে ঢাকা উত্তর করপোরেশন কর্তৃপক্ষ ফিরে দেখা ২০১৯ : মশক নিয়ন্ত্রণ শীর্ষক বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে বহুবর্ণে সচিত্র উন্নয়নমূলক ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছেন। যা আচরণবিধি লঙ্ঘন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com