হিজড়াদের অত্যাচারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের শিলদায় শুক্রবার মৃত্যু হয় এক শিশুর। সেখানকার বাসিন্দা চন্দন খিলারের জমজ ছেলের জন্ম হয় গত ৪ ডিসেম্বর। হৃদযন্ত্রের সমস্যায় একটি শিশু ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি ছিল। ২০ দিন আগে সুস্থ হয়ে বাড়ি ফেরে।
শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন বৃহন্নলাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। শনিবার সকালে সুহানা, রুমানা ও রানি মণ্ডল নামে ওই তিনজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ৷
এলাকবাসীর অনেকের মতেই, যে ঘটনা ঘটেছে তা মারাত্মক। সমাজের যেকোনো কেউ এমন অভিজ্ঞতার মুখে পড়তে পারেন। এ ভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায় প্রশাসনিক পদক্ষেপ করে বন্ধ করার প্রয়োজন রয়েছে।
শুক্রবার সকালে তিনজন বৃহন্নলা এসে দশ হাজার টাকা দাবি করে। অসুস্থ বাচ্চাকে দিতে না চাইলেও একরকম জোর করেই দুটি বাচ্চাকে নিয়ে তারা নাচতে শুরু করে বলে অভিযোগ। এর পরেই অসুস্থ সুমনের শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে আনলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
সূত্র : নিউজ ১৮