বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ২০২০-২০২১ ইং সালের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ও ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারী রোববার ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত এক সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গঠনতন্ত্র অনুসারে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিকে স¤প্রসারণ করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়, এবারে বেশ কিছু ইনডোর ইভেন্ট থাকার কারনে। সভায় উপস্থিত সকলের অনুমোতিক্রমে ২০২০-২০২১ সালের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। স্পোর্টস কাউন্সিলের নব নির্বাচিত কমিটির
সভাপতি- মিসবা আবেদীন, সাধারণ সম্পাদক- রশিদ রানা, সহ সভাপতি (১)- ওয়াহিদ কাজী এলিন, সহ সভাপতি (২)- সাইকুল ইসলাম, সহ সভাপতি (৩)- খাইরুল ইসলাম খোকন, সহ সভাপতি (৪)- শাহরিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক (১)- আশরাফ আলী খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক (২)- আমানত হোসেন আমান, সাংগঠনিক সম্পাদক- আব্দুল কাদির লিপু, সহ সাংগঠনিক সম্পাদক- সাগর শানু, দপ্তর সম্পাদক- ফাহিম শাকিল অপু, সহ দপ্তর সম্পাদক- জাকির হোসেন, প্রচার সম্পাদক- সৈয়দ ইলিয়াস খসরু, সহ প্রচার সম্পাদক- সুমন আহমদ, কোষাধ্যক্ষ- ইডাকুত রহমান, সহ কোষাধক্ষ- মুফিজুল ইসলাম রুমি।
কার্যকরী সদস্য: মহিউদ্দিন দেওয়ান, আব্দুল বাছিত খান বুলবুল, জহির উদ্দিন জুয়েল, আবু তাহের আসাদ, জুয়েল আহমদ, সাইফুর খান হারুন, সাইফুল আলম, নুরুল হক হাসনু, কাজী তোফায়েল ইসলাম, ইমরুল আলম, সোহেল আহমদ, মোহাম্মদ দেলওয়ার হোসেন, নুরুল আলম বাবু, সায়েক হোসেন, শামিম মিয়া, শক্তি দাশ গুপ্তা, এমদাদ ভুইয়া রাজু, শাহ সেলিম ও শফিকুর রহমান শাফাত। সংগঠনের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম পরবর্তীতে জানানো হবে। এবারের বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল-এর লীগের গ্র্যান্ড স্পন্সর এপালো ইন্স্যুরেন্স ব্রোকারেজ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও শমসের আলী।
উল্লেখ্য, আগামী ১৬, ফেব্রæয়ারী রোববার শুরু হবে অমর একুশে কাপ ইনডোর মিনি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে সভাপতি মিসবা আবেদীন (৩৪৭-৪১৬-৪৯৬৬) ও সাধারণ সম্পাদক রশিদ রানা (৩৪৭-৫৯৯-৪১৬৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।