সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

মির্জা ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক, জবাবে যা বললেন বিএনপি মহাসচিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ২৬৩ বার

ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। প্রচার-প্রচারণার শেষ মহুর্তে এসে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ছোটছেন নগরের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। এই ব্যস্ততার মাঝেই মঙ্গলবার বিএনপি মহাসচিবের সাথে দেখা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলামের সাথে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেখা হওয়ার পর মির্জা ফখরুলের সাথে কুশল বিনিময় করে তার কাছে ভোট ও দোয়া চান আতিক।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যান মির্জা ফখরুল।

এদিকে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে জাতীয় প্রেস ক্লাবে আসেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত প্রমূখ।

অনুষ্ঠান শেষে আতিকুল ইসলাম প্রেস ক্লাবের ভেতরে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রেস ক্লাব লাউঞ্জে চা খেতে বসেন। আর ঠিক সেই সময়ে দেখা হয় দু’জনের। দেখা হতেই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নৌকায় ভোট চেয়ে বিএনপি মহাসচিবকে বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার কাছে ভোট চাই।’

জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার নই। আমার ভোট হল ঠাকুরগাঁওয়ে, নির্বাচনী এলাকায়।’ তবে তিনি সব প্রার্থীর জন্য দোয়া করতে পারেন উল্লেখ করে বলেন, ‘আমি প্রার্থনা করি- যাতে দু’টি সিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়। কোনো রকমের কারচুপি যাতে না হয়, সেই দোয়াই আমি করি।’

জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করা দল। আমরা বিশ্বাস করি, ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

এ সময় বিএনপির অন্যান্য নেতার সাথে হাত মেলান ও ভোট চান আতিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com